নগরীতে পিযুষ গ্রুপের হামলায় আহত ৩

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৫৮,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৪ বার পঠিত
টাইম সিলেট ডেক্সঃ নগরীতে গভিররাতে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে পিযুষ গ্রুপ। হামলার ঘটনায় তিন জন প্রবাসী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ৬ আগষ্ট মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে পাঁচভাই রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হচ্ছিলেন লন্ডন প্রবাসী ৩ যুবক। এসময় বাইরে থাকা কয়েকজন ছাত্রলীগ ক্যাডার তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। তখন ঐ প্রবাসী যুবক এর প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায়। এসময় প্রবাসীদের ব্যবহৃত গাড়িটিও ভাংচুর করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারী ছাত্রলীগ ক্যাডাররা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে’র গ্রুপের কর্মী।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়াসহ পুলিশ সদস্যরা। ওসি বলেন, খারাপ মন্তব্য করার প্রতিবাদ করায় পাঁচভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসী যুবকের উপর হামলা চালিয়েছে পিযুষ গ্রুপের কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।