গোলাপগঞ্জে এক ছিনতাইকারী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫৫,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিত
গোলাপগঞ্জে এক মহিলার নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় ইব্রাহীম আলী (৫০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ছিনতাইকারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রাসটিল্লা গ্রামের মৃত তুফান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক নূর হোসেনের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার সহযোগিতায় একদল পুলিশ মঙ্গলবার রাতে আসামীর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য মিজান রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ইব্রাহীম আলীকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য, ১৬ জুন(রবিবার) উপজেলার হাজীপুর শুকনা গ্রামের মায়া বেগম নামে এক গৃহবধু গোলাপগঞ্জ চৌমুহনীর ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ী যাওয়ার পথে ব্যাংকের নিচ থেকে অভিনব কায়দায় এক লক্ষ পনের হাজার টাকা ছিনতাইকারী শিকার হন।