মাধবপুরে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৩৪,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৫৪ বার পঠিতহবিগঞ্জের মাধবপুরে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মুতি মিয়া (৬৫) উপজেলার কুলাইচর গ্রামের প্রয়াত কাদির মিয়ার ছেলে।
বুধবার বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক মুশেদ আলম কুলাইচর গ্রামে মুতি মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ১শ পুড়িয়া গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেন।