গোলাপগঞ্জে প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:১২:০৬,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত
গোলাপগঞ্জে প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী, কোদাল ও ছাতা বিতরণ করা হয়েছে।০৯ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় সাউথ আফ্রিকা প্রবাসী মাহবুব আলম মস্তফার উদ্যোগে উপজেলার ঢাকাদক্ষিন ইউপির নিশ্চিন্ত গ্রামে হতদরিদ্র পরিবাবের মধ্যে খাদ্য সামগ্রী, কোদাল ও ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবী বাহার উদ্দিন মলিকের সভাপতিত্বে ও নিশ্চিন্ত যুব সমাজের সভাপতি সামাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা ও সমাজসেবী আব্দুল হান্নান। এসময় বক্তব্য রাখেন সাবেক মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম, সেজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহিদুল ইসলাম ও অনুষ্ঠান শেষে প্রবাসীর পক্ষে ৫৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, কোদাল ও ছাতা তুলে দেন অতিথিরা।