হ্যাপী বেগম ও শিশু তাহিদ হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৩৯:১৫,অপরাহ্ন ১০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯২ বার পঠিতহ্যাপী বেগম ও শিশু তাহিদের হত্যাচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বাছাটিলার দক্ষিণ লালভাগ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছু মিয়া, সফিক মিয়া, মজিদ মিয়া, জবান আলী, নুরুল ইসলাম, রফিক মিয়া, আব্দুর রহমান, সাব্বির আহমদ, আলাছ মিয়া, আনোয়ার মিয়া, মনু মিয়া, ছত্তার মিয়া, আক্তার মিয়া, দেলোয়ার মিয়া, জব্বার মিয়া, আব্দুল বারিক, রাজীব, শারমিন, নুরজাহান বেগম, ছানার বেগম, নুর মিয়া, সিরাজ মিয়া, ফয়জুল হক, তুয়েল, ফয়সল, রোকেয়া, নুরেতুন, সুফিয়া, রহমতুন, আলমাছ, মানিক চান, ছারুন, আছারুন, আনোয়ার, লিটন, মখলিছ, খালেদ, ইমন, সাজন, জাহাঙ্গীর, সাজান, সমাই, গুলশান, হাজেরা, জাহারা, হান্নান, সোফান, নাজিম, সেবুল, সেলিম, ইনু মিয়া, নাসির, আফতাব আলী প্রমুখ। -বিজ্ঞপ্তি