গোলাপগঞ্জে অবৈধ কোরবানীর পশুর হাট উচ্ছেদ

গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৩৫,অপরাহ্ন ১০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
গোলাপগঞ্জে অবৈধ কোরবানীর পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার চৌঘরী বাজারে এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়কের উপর গড়ে উঠা অবৈধ কোরবানীর পশুর হাট উচ্ছেদ করা হয়। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগীতা করেন। প্রতিবেদকের সাথে কথা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী বলেন, অবৈধভাবে রাস্তার পাশে কোরবানীর পশুর হাট চলছিল খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পশুর হাট উচ্ছেদ করা হয়েছে।