মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:১৩:০০,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৫ বার পঠিতমাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী চেংটিমারী গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
দুই ভাই হলেন, চেংটিমারি গ্রামের আনোয়ার (২৫) ও আল-আমিন (১৭)। তারা একই গ্রামের পূর্ব পাড়ার আব্দুল লতিফ মিয়ার ছেলে।
জানা জায় সকালে আনোয়ার ও আল-আমিন বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী ঝাওলার বিলে মাছ ধরতে যায়। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ওই দুই ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।









