কাশ্মীরের ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গোয়াইনঘাটে মানব বন্ধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১২:৩৯,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১৫ বার পঠিত
গোয়াইনঘাট প্রতিনিধিঃ ১৬ আগষ্ট শুক্রবার বিকালে গোয়াইনঘাট উপজেলার স্থানীয় ফতেপুর বাজারে ফতেপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে কাশ্মীরের মুসলমানদের উপর ভারতীয় সরকার কর্তক স্বাধীনতা হরণ ও কাশ্মীর সহ ভারতজুড়ে মুসলমানদের উপর জুলুম-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইনের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আসাদুর রহমান চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে পাকে কালাম থেকে তিলাওয়াত করেন মাওলানা মনসুর আহমদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী মাওলানা শরিফ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা নিজাম উদ্দিন, সাংবাদিক ইসলাম আলী, মাওলানা জাকারিয়া মাশুক হাসান আহমদ চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সালমান আহমদ প্রমুখ।