উপশহরে দূর্ধর্ষ চুরি, ২০ লক্ষ টাকার মালামাল উধাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:১১,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০৫ বার পঠিতনগরীর শাহজালাল উপশহরে এক ব্যবসাইর বাসায় দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
গত রবিবার থেকে শুক্রবার (১৬ আগষ্ট) সন্ধ্যার মধ্যে যে কোন সময় ১৪ নম্বর রোডের বি ব্লকের ৩৮ নং বাসায় এ চুরির ঘটনাটি ঘটে।
রাজা ম্যানশনের আধুনিক লাইব্রেরীর সও্বাধিকারী জোবায়ের আহমদ বলেন, ঈদের আগের দিন রবিবার বিকেলের দিকে আমার পরিবারে সকল সদস্যদের নিয়ে ঈদ কাটাতে নিজ গ্রমের বাড়ি বিয়ানিবাজার উপজেলার মাথিউরা ছবিলপুরে যাই। সেখানে যাওয়ার সময় বাসার সব দরজা জানালা ভালোভাবে বন্ধ করে সামনের দরজায় তালা দিয়ে চলে যাই।
শুক্রবার (১৬ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে বাসায় ফিরে তালা খোলে ঘরের ভেতরে প্রবেশ করতে চাইলে দেখা যায় দরজাটি ভেতর থেকে বন্ধ করা। তখন তিনি বাসার চারদিকে ঘুরে দেখেন পিছনের জানালার গ্রিল কাটা। এক পর্যায়ে তিনি বাসার কেয়ারটেকারকে বিষয়টি জানান। পরে বাসার কেয়ারটেকারসহ পিছনের জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে সামনের দরজা খোলা হয়। এ সময় তিনি দেখেন তার সব জিনিসপত্র তছনছ করা। চোররা আলমিরা খুলে রক্ষিত ২৫ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপ্টপ, ৪টি মোবাইল সেট ও নগদ আড়াই লক্ষ টাকাসহ মোট ২০ লক্ষ টাকার মালামাল লোট করে নিয়ে যায়। পরে তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করে শাহজালাল উপশহর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনোজ মিয়া জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চোরদের আটকের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।