গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা হবিব আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৯:১২:৫৭,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৭ বার পঠিত
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হবিব আলী আর নেই। শুক্রবার রাত ৮টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
শনিবার দুপুর ২টায় উপজেলার সুনামপুর শাহী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।
জানাযা পূর্বে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ও থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ড’র সভাপতি আলহাজ্জ্ব সফিকুর রহমান, সহকারী কমান্ডার নায়েক আব্দুল মুহিত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতলিব, ছয়ফুল ইসলাম খান, ইউপি সদস্য আব্দুল করিম কাসিমী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধাসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা হবিব আলী উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির সুনামপুর গ্রামের মৃত ছুরাব আলীর ছেলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫বছর। তিনি স্ত্রী, ১ছেলে ও ৫মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।