ডেঙ্গু রোগীদের সাহায্যার্থে সিলেট উইমেন চেম্বার অব কমার্সের রক্তদান কর্মসূচী
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩১:২৭,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৯ বার পঠিত
সিলেটে ডেঙ্গু রোগীদের সাহায্যার্থে সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে দিনব্যাপী রক্তদান কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, আল আজাদ, মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক সুধাময় মজুমদার,মুজিব জাহান রক্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা.আবু সালেহ খান,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগে সাবেক অধ্যাপক ড. মৃগেণ কুমার দাশ চৌধুরী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পার্থ সারতী দাস।
সিলেট রেড ক্রিসেন্ট মুজিব জাহান রক্তকেন্দ্রের সহযোগিতায় কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সামসুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, বিউটি বর্মন, নাসরিন বেগম, লুবানা ইয়াসমিন, রাহেলা জেরিন খান, ফারজানা চৌধুরী, চেম্বারের সদস্য আসমাউল হাসনাত খান, নাছিমা বেক, তাহনিম বেগম, নিলা বর্ন, কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য আহমেদ শাহরিয়া হাসান, তাহমিদ জাহিদ খান, আব্দুজ জব্বার, শাহরিয়া হোসেন, বাবুল মিয়া, উইমেন চেম্বারের সদস্য সচিব রাশেদুল ইসলাম শাওন প্রমুখ।-বিজ্ঞপ্তি