ভিয়েতনামে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিডারশীপ
![](https://timesylhet.com/files/uploads/2019/07/reporterpic.png)
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৩১,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯১৫ বার পঠিত
ভিয়েতনামের হানই শহরে ৯-১০ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিডারশীপ ২০১৯।
বাংলাদেশ এর ৯ জন শিক্ষার্থী সহ ভারত, নেপাল, ভিয়েতনাম, কোরিয়া, চায়না, কানাডা, ইউক্রেন সহ মোট ২২৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সেখানে ৪ ক্যাটাগরিতে বাংলাদেশের জাহিদুল ইসলাম ইদান (৩-৫) এ প্রথম, রুহান আহমেদ বিন রশিদ (৬-৮) এ ২য়, আব্দুর রহমান শাকিব (৯-১০) এ প্রথম এবং ১১-১২ ক্যাটাগরিতে ফারজানা রহমান মরমি ২য় স্থান দখল করেন। ৯ জন বাংলাদেশি প্রতিযোগীর মধ্যে ৩ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।
কম্পিটিশন টি আয়োজন করে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর ভিয়েতনাম অংশ এবং সহযোগিতা করে জিস্ট ইনোভেশন এন্ড লিডারশীপ সেন্টার বাংলাদেশ।- বিজ্ঞপ্তি