সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল পরিচালনা কমিটি গঠন
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:১৩:৩৪,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৯ বার পঠিত
সিলেট সিটি করপোরেশনের নির্মানাধীন কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল প্রথম ইজারা পেয়েছেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ। তাই ট্রাক টার্মিনাল সুষ্ট ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সকল শেয়ার হোল্ডারদের সম্মতিতে গঠন করা হয়েছে টার্মিনাল পরিচালনা কমিটি।
১৯ আগষ্ট সোমবার দুপুরে জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের অফিসে গঠন করা হয়েছে এ কমিটি।
এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি গোলাম হাদি ছয়ফুল। পরিচালনা কমিটিতে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সহ সভাপতি মোঃ শাহেদুর রহমান শাহেদ’কে ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য হাজী নাসির উদ্দিন’কে ভাইস চেয়ারম্যান, জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম’কে সাধারণ সম্পাদক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ স্বপন’কে যুগ্ম সম্পাদক, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ চৌধুরী লিপু’কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
একই সাথে ট্রাক টার্মিনাল পরিচালনা কমিটির প্রথম নির্বাহী সদস্য হলেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, নির্বাহী সদস্য হলেন তরুণ রাজনীতিবীদ মিঠু মিঠু তালুকদার ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার থানা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমদ’কে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আরো কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।