চেক প্রতারণা মামলায় ট্রাভেলস ম্যানেজারের ৪ বছরের কারাদন্ড
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:০৬,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৪ বার পঠিত১ কোটি ৫৩ লাখ টাকার চেক প্রতারণার মামলায় সিলেট নগরীর তালতলাস্থ মাহফুজ ট্রাভেলসের সাবেক ম্যানেজার মো. ইফতেখারুল আলম সাম্মুনকে ৪ বছরের সাজা এবং সমপরিমাণ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন্নেছা এ আদেশ দেন। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
কারাদন্ডপ্রাপ্ত আসামি ইফতেখারুল নগরের সুবিদ বাজারস্থ এক্সেল টাওয়ারের বাসিন্দা। তার বাবা জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলী ও মা ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষিকা সেলিনা বেগম।
আদালত সূত্রে জানা গেছে, মো. ইফতেখারুল আলম মাহফুজ ট্রাভেলসের বর্তমান স্বত্বাধিকারী ও মামলার বাদী সৈয়দ মাহবুব আহমদের বাবা সৈয়দ আবুল ফজলের জীবদ্দশায় চাকরিতে যোগদান করেন। চাকরিতে থাকাকালীন অবস্থায় সৈয়দ আবুল ফজল মৃত্যুশয্যায় থাকার সুযোগে ও মৃত্যুর পরে প্রতিষ্ঠানের ১ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাত করেন। পরবর্তীতে দোষ স্বীকার করে সৈয়দ আবুল ফজলের ছেলে মাহবুবকে ২০১৮ সালের বিভিন্ন সময়ে ৫টি চেক প্রদান করেন তিনি। কিন্তু চেকের অংক অনুযায়ী ব্যাংকে টাকা না পেয়ে সৈয়দ মাহবুব নিজে বাদী হয়ে আদালতে ৫টি পৃথক মামলা দায়ের করেন।
দীর্ঘদিন মামলা চলার পর সোমবার ৪টি মামলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে চার মামলার প্রতিটিতে এক বছর করে মোট চার বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থ (১ কোটি ৫৩ লাখ টাকা) জরিমানা করা হয়।