নগরীতে পেশাদার ইয়াবা ব্যবসায়ী আটক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৫৯,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৫২ বার পঠিতসিলেট নগরীর পূর্ব পীরমহল্লা এলাকা থেকে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী জব্বার হোসেন চৌধুরী রোহান (৩৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সে বিয়ানীবাজার উপজেলার নিজ মোহাম্মদপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে। তবে বর্তমানে তিনি পূর্ব পীরমহল্লার প্রভাতি ৫১/১নং বাসায় বসবাস করছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৫১ পিস ইয়াবাসহ তাকে আটক করে র্যাবের একটি দল।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত সংবাদমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, জব্বার হোসেন চৌধুরী রোহান পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে নগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।