স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ, জাকির হোসেনকে জেল হাজতে প্রেরণ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০৫:৪৫,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩০ বার পঠিত
(ধর্ষক জাকির হোসেন)
বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)কে জোরপূর্বক ধর্ষণ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় জাকির হোসেন নামের এই ধর্ষককে বোরকা পরে সিলেট ওসমানী বিমান বন্দর হয়ে বিদেশ যাবার পথে মোগলা বাজারের হাজিগঞ্জ থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে মোগলা বাজার থানা পুলিশ । ধর্ষক জাকির হোসেন ফেঞ্চুগঞ্জের কটালপুর গ্রামের ছখই মিয়ার পুত্র।
ধর্ষিতার বাবা ও ভাইয়ের সহযোগিতায় মোগলাবাজার থানার পুলিশ ধর্ষক জাকির হোসেনকে আটক করা হয়। ধর্ষিতা মেয়েটি দক্ষিণ সুরমার তেলিপাড়া গ্রামের ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর ছাত্রী।
জানাযায় ,আত্মীয়তার সূত্রে জাকির এলাকায় আসা যাওয়া করে দীর্ঘদিন ধরে এই স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। কিন্তু মেয়েটি তার প্রতারনার ফাঁদে পা দেয়নি। গত ৪ আগস্ট সকালে সাড়ে ১০টার দিকে কোচিংয়ে যাবার পথে জাকির তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নগরীর একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বেলা আনুমানিক ২টার দিকে চন্ডিপুল এলাকায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। মেয়ে কোচিং থেকে না ফেরায় তার মা খোঁজ নিতে বেরুলে আহতাবস্থায় মেয়ে তখন বাড়িতে পৌছে। কি হয়েছে জানতে চাইলে মেয়ে ঘটনাটি মাকে খুলে বলে এবং কান্নায় ভেঙ্গে পড়ে। মা সাথে সাথে ঘটনাটি বিবাদীর মাকে জানালে জাকির তা অস্বীকার করে। তাই ধর্ষিতার মা মানবাধিকার সংস্থার সহযোগিতায় মেডিকেল পরীক্ষার জন্য ওসমানী মেডিকেলের জরুরী বিভাগ ওসিসিতে মেয়েকে ভর্তি করেন।
পরে বিচারের দাবিতে ৬ আগষ্ট মোগলাবাজার থানায় জাকির হোসেনকে একমাত্র আসামী করে ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেন। নং ৪। জাকির তখন আত্মগোপন করে। ১৪ আগস্ট বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধর্ষক জাকির বিদেশ পালানোর জন্য বোরকা পরে ওসমানী বিমান বন্দরের পথে যাত্রা করে। কিন্তু ধর্ষিতার বাবা মোগলা বাজার থানার পুলিশকে সাথে নিয়ে রাতে রেঙ্গা হাজিগঞ্জ বাজারের পাশে মেইন রোডে গাছ ফেলে জাকিরের গাড়ির গতিরোধ করে বোরকা পরিহিত অবস্থায় জাকিরকে আটক করেন। পরে তাকে মোগলাবাজার থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, ধর্ষক জাকির হোসেনকে আটক করা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতা সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তার সাথে ঘটে যাওয়া পাশবিকতার বর্ণনা দেন। জাকির বর্তমানে জেল হাজতে রয়েছে।