গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৪৩,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি রেষ্টুরেন্ট থেকে ১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে বিকেল দেড়টা পর্যন্ত গোলাপগঞ্জ চৌমহনীর বিভিন্ন রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী।
অভিযানে চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, মানহীন খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে মা রেষ্টুরেন্ট, লাকি রেষ্টুরেন্টসহ ৪টি রেষ্টুরেন্টের কাছ থেকে ১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগীতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী জানান, খাদ্যে ভেজাল রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।