যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির গ্রেফতার

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৫:৫৫,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮৩ বার পঠিত
যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে গ্রেফতার করেছে র্যাব-৯।
২১ আগষ্ট বুধবার দুপুরে তাকে নগরীর উপশহরের গার্ডেন টাওয়ারের একটি ফ্লাট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে মোগলাবাজার থানায় তাকে হস্তান্তর করে র্যাব।
জানা গেছে, জাকিরের বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। জাকির গার্ডেন টাওয়ারের ৯ তলার একটি ফ্লাটে পরিবার নিয়ে বসবাস করতেন। এছাড়াও মঙ্গলবার তাঁর বিরুদ্ধে র্যাব পরিচয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। জাকির গত ইউপি নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান পদে কালামের কাছে পরাজিত হন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, রাত ৯টার দিকে র্যাব-৯ জাকিরুল ইকলাম জাকিরকে থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।