সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের পর আগুন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩১:২৯,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৩ | সংবাদটি ১১৬ বার পঠিতসায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের পর আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার তিনতলা একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর আগুনও ধরে গেছে। বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল ও দরজা-জানালা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের উল্টো দিকের ওই ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্ফোরণে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকাজে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্যরা।