সিলেট অঞ্চলে সরিষা চাষে ঝুকছে কৃষক :বাড়ছে আবাদ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১৬:৫৪,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ৫ বার পঠিত
সিলেট অঞ্চলের কৃষকদের কাছে সরিষার আবাদ দিনদিন জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠেছে।সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন হাওরে প্রতি বছরই ধান চাষের পাশপাশি সরিষার আবাদ বাড়ছে। গতবারের তুলনায় চলতি মৌসুমে প্রায় ২২ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় জেলায় সরিষা চাষ বাড়ছে, স্থাহানীয় কৃষকরা এ ফসল চাষে উৎসাহী হয়ে উঠছেন। চলতি বছর দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।
সিলেট জেলার কোম্পানিগন্জ উপজেলার
কৃষক রায়হান উদ্দিন বিগত ৫ বছর ধরে সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন বলে জানান। চলতি মৌসুমে সাড়ে ৫ বিঘা জমিতে সরিষা চাষ করে ফলন ভালো হওয়ায় তিনি ভীষণ খুশি।
তিনি জানান, ধান থেকে সরিষা চাষে লাভ বেশি। সেই সঙ্গে বাজারদরও অনেক বেশি। তবে সরকারি সুযোগ-সুবিধা পেলে এ অঞ্চলের চাষিরা আরও বেশি সরিষা উৎপাদন করতে পারবেন।
এ বিষয়ে আলাপকালে কোম্পানিগন্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বলেন, সিলেটের বিভিন্ন এলাকার ন্যায় এ উপজেলায় ও সরিষা চাষ বাড়ছে। কৃষকরা বেশ আগ্রহী হয়ে উঠেছে।
সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সুত্র জানায়, চলতি মৌসুমে( ২০২৪-২৫অর্থ বছর)সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ২২হাজার ৪ শত ১৭ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ২২ হেক্টর বেশি।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের মনিটরিং অফিসার মোহাম্মদ ফারুক হোসাইন বলেন, দিন দিন বৃহত্তর সিলেটে সরিষার চাষ বৃদ্ধি পাচ্ছে। এতে সরিষার আমদানী ব্যয় হ্রাস পাচ্ছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর সিলেট অঞ্চলে ১৯৮টি একক ও ব্লক সরিষা প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। সরকারের ব্যয় রোধে সৃষ্ট এ প্রকল্পটির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবে। তবি দেশের কৃষকদের বৃহত্তর স্বার্থে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জোর দাবী রয়েছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেন, ‘সরিষার চাষ বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
এ বিভাগের হাওরে আমন ধান কাটার পর বোরো চাষের আগে অলস জমিতে সরিষার চাষ করে স্থ্নাীয় কৃষকরা বাড়তি মুনাফা পাচ্চেন। সরিষা চাষ স্বল্প সময়ে উৎপাদনশীল একটি লাভ জনক রবিশস্য ফসল হওয়ায় এ বিভাগে দিনে দিনে এর চাষ জনপ্রিয় হয়ে উঠছে। বৃদ্ধি পাচ্ছে কৃষকের সংখ্যা। বিশেষ করে হাওরের পরিবেশ উপযোগী ও অধিক মুনাফা অর্জনের চাষাবাদে স্থানীয় কৃষকদের উৎসাহিত ও সহযোগিতা করতে কৃষি সম্প্রসারণ অধিদফতর সকল সময়ই কৃষকদের পাশে রয়েছে বলে তিনি জানান।