প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১১:২২,অপরাহ্ন ০৭ মে ২০২৫ | সংবাদটি ৫৯ বার পঠিত
কবির আহমদ সুহেল: সাংবাদিক, সম্পাদক, দৈনিক প্রভাত বেলা
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা – ১ম পর্ব
গত জুমআবার ২ মে রাতে প্রিয় শাহেদের ওয়ালিমা সম্পন্ন হয় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে।
সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটা চমৎকার আয়োজন।
ঐরাত থেকেই অনুষ্ঠানে অংশ নেয়া স্বজনরা ছবি সম্বলিত পোস্ট দিচ্ছেন। শাহেদ নিয়ে প্রশংসার নানা বর্ননা দিচ্ছেন। এটাই স্বাভাবিক।
আমার সেলফোনে ছবি না থাকা এবং ব্যস্ততায় যথাসময়ে পোস্ট দিতে পারিনি। তবে মনযোগ সহকারে প্রকাশিত পোস্টগুলো পড়েছি।
মনে হলো অনেকেই লেখার খাতিরে দু’কলম লেখা এই টাইপেই লিখেছেন। তাই কিছু নিগুঢ় কথা লিখবার অভিপ্রায় জাগ্রত হল হৃদয়ের গহীনে।
সফলতার অনুকরণীয় এক যুবক শাহেদ। আমার দীর্ঘ পর্যবেক্ষণে এই সফলতার পেছনে শাহেদের ৫ টি গুন নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে:
(১) সততা- শাহেদের সততা এমন মানদণ্ডে সে যখন প্রভাতবেলায় কাজ করতো তার কাছে আমার দুটি একাউন্টেট এটিএম কার্ড থাকতো। প্রায় কোটি টাকা ব্যালেন্সের ঐ একাউন্টের পাসওয়ার্ডও তার কাছে। জমা উত্তোলন সে ই করতো অধিকাংশ সময়ে। সততার পরীক্ষায় সে উত্তীর্ণ। সময় ২০০৮ থেকে ২০১০ সাল।
(২) নির্বিবাদী শাহেদ। প্রায় দুই যুগের অধিক সময় থেকে চেনা শাহেদের কারো সাথে বিবাদ হয়েছে এরকম ঘটনা জেনেছি মাত্র ১ টি।
(৩) হিসেবী শাহেদ। হিসেবে বাদশাহ, বেহিসাবে ফকির। এই নীতি বাক্য শাহেদ অনুসরণ করতো শতভাগ।
(৪) পরিচ্ছন্ন ও মার্জিত আচরণ। শাহেদ খুব সৌখিন রুচিসম্পন্ন। রুচিসম্মত পোশাক আশাকের পূণতা আনতো তার মার্জিত বাচনিক উপস্থাপনায়।
(৫) উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। সময়ের সাথে পাল্লা না দিয়ে নিভৃতে উত্তম চরিত্র ধারন ও লালন করে শাহেদ। পান, সিগারেটের ও ধারে কাছে নেই সে।
এক সময় ফটো সাংবাদিকতায় বিভোর শাহেদ এখন পুরোদস্তুর ব্যবসায়ী। প্রাতিষ্ঠানিক সম্পর্ক উতরিয়ে অনেকটা আমার পরিবার সদস্যদের মত। তার সফলতার পেছনে উপরোক্ত বৈশিষ্ট্যগুলো দারুণভাবে তাকে প্রেরণা যুগিয়েছে।
আরো চমকপ্রদ কিছু বিষয় তার বিয়ে ওয়ালিমা আয়োজন কে ঘিরে। পরিলক্ষিত পর্যবেক্ষণ নিয়ে আরেক পর্বে লিখব ইনশাআল্লাহ। ধৈর্যচ্যুতি ঘটাতে চাইনা কারো।