মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাথে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(ইবিএফসিআই) মত বিনিময় সভা অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৯:১০,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০২৪ | সংবাদটি ৩৮ বার পঠিত
গত ০৫ অক্টোবর শনিবার আনন্দ টাওয়ারস্থ এসএমসিসিআই এর কনফারেন্স হলে বাংলাদেশ সফররত ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(ইবিএফসিআই)এর এক প্রতিনিধি দলের এসএমসিসিআই এর পরিচালনা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(ইবিএফসিআই)এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন,এমবিই এর নের্তৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইবিএফসিআই এর মেনেজিং ডাইরেক্টর সেলিম সরিফ, ইবিএফসিআই এর অর্থ পরিচালক সামি সানাউল্লাহ, ইবিএফসিআই এর অ-নির্বাহী পরিচালক সাওয়াত আলী, ওয়েলস এর অ-নির্বাহী পরিচালক মাহবুব নুর, কর্পোরেট ডিরেক্টর, ইবিএফসিআই, যুক্তরাজ্য এর কোয়াইছি হামিদ, নন এক্সিকিউটিভ ডিরেক্টর ইবিএফসিআই, যুক্তরাজ্য এর রাত্রী চৌধুরী, আতাইর খাঁন, নাসিম তালুকদার, মজির আহমদ, মো: আব্দুল মতিন, কয়ছর আহমদ,ড. মুমিন নুর, সাখাওয়াত আলী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসার ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, সাবেক সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, অজয় কুমার ধর, মো: কাপ্তান হোসেন, মো: জহির হোসেন, প্রাক্তণ পরিচালক শাব্বির আহমদ, সদস্য হানিফ আলম চৌধুরী, মো: শাহনেওয়াজ, সুব্রত ধর, নন্দলাল গোপে,মো: বাবুল সিদ্দিকী প্রমুখ। সভা পরিচালনা করেন এসএমসিসিআই প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন। সভায় বক্তারা দুই চেম্বারের ব্যবসায়ীক সম্পর্ক উন্নয়নে এবং বিভিন্ন সেক্টরে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে পর্যটন খাত, টেলিকমেউনিকেশন, স্বাস্থ্যখাত সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে কাজ করার সুযোগ রয়েছে এ সুযোগ কাজে লাগানোর বিষয়ে উভয় চেম্বারের বক্তারা প্রাধান্য দেন। বক্তারা বলেন নতুন প্রজন্মের কষ্টার্জিত সফলতাকে কাজে লাগাতে হবে। বক্তারা বলেন, ওয়াল্ড ট্রেড মার্কেট, ওয়ার্ল্ড ট্যাভেল মার্কেটে বাংলাদেশের অবস্থান তলানীতে। এ অবস্থান থেকে উত্তোরণের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তির মাধ্যমে স্বচ্চলতা আনতে প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়তে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএমসিসিআই এর ১ম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল। এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী, ইবিএফসিআই এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন,এমবিই এবং উনার প্রতিনিধি দলের সকল সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে সংযোগ স্থাপিত হলো। আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে সহযোগীতা করতে চাই। ইবিএফসিআই এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন,এমবিই বলেন, আমাদের এই সফরের মাধ্যমে আমাদের জন্মভূমি বাংলাদেশের নতুন প্রজন্মের ভাবনা, বিজনেস চ্যালেঞ্জে এবং প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে যে অনিশ্চয়তা ছিলো তা দূরীকরণে ভূমিকা রাখবে। সভায় ইবিএফসিআই এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন,এমবিই সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। সভায় এসএমসিসিআই এর পক্ষ থেকে বক্তব্য রাখেন, পরিচালক মাহবুবুর রহমান, মো: জহির হোসেন ও প্রাক্তন পরিচালক শাব্বির আহমদ। ইবিএফসিআই এর পক্ষ থেকে বক্তব্য রাখেন, মেনেজিং ডাইরেক্টর সেলিম সরিফ, অর্থ পরিচালক সামি সানাউল্লাহ, মি. সাকওয়াত আলী প্রমুখ।