লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:২২:৩৫,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১২ বার পঠিত
ঝর্ণা বেগম, যুক্তরাজ্য থেকে :: ১৭ দিন লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ৯ টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩ টার দিকে) ‘ দ্যা লন্ডন ক্লিনিক’ থেকে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন তিনি। খালেদা জিয়া এই ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
বাসায় ফিরলেও দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন।
এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪ টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক লন্ডনে অবস্থানরত ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, ‘খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসাপদ্ধতি চলছে, সে ব্যাপারে ‘লন্ডন ক্লিনিক’ ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকেরা একমত হয়েছেন।’
তিনি বলেন, ‘লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে গেছেন। চিকিৎসকেরা দুটি পরীক্ষা করতে দিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) এই পরীক্ষাগুলোর ফলাফল এলে সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন। খালেদা জিয়ার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।’
ডা. জাহিদের এই বক্তব্যের ২৪ ঘণ্টা পর শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে হাসপাতাল ছেড়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া।
জানা গেছে, একটি জিপে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ড্রাইভ করে তার মা খালেদা জিয়াকে নিয়ে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় ফেরেন। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এসময় একটি ছবিতে বেশ হাসিমাখা মুখ দেখা যায় তাদের।
জানা গেছে, খালেদা জিয়ার বাসায় ফেরা উপলক্ষে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানের তিন কন্যা সন্তান, খালেদা জিয়ার দুই পুত্রবধূ এবং অন্যান্য আত্মীয় স্বজন তারেক রহমানে বাসায় ভিড় করেছেন। বাসাটাকে খালেদা জিয়ার রুচি ও পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে।
উল্লেখ্য, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন আছেন।