দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে তামাশার নির্বাচন বন্ধ করতে হবে ——- খেলাফত মজলিস
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৩২,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২৩ | সংবাদটি ৮৭ বার পঠিত
সরকারের মদদপোষ্ট ইসি কর্তৃক তফসিল ঘোষনা করে জাতিকে ধংসের দিকে টেলে দেয়া হচ্ছে। দেশে বিশাল একটি জনগোষ্টিকে উপেক্ষা করে একতরফা নির্বাচনে সরকার মরিয়া, অবিলম্বে এই তামাশার নির্বাচন বন্ধ করে অংশগ্রহন মুলক নির্বাচনের ব্যবস্তা করতে হবে।
গতকাল খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের প্রথম নিরবাহি সভায় সভাপতির বক্তব্যে মুফতি তাজুল ইসলাম একথাগুলো বলেন। শাখা সেক্রেটারী মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউরোপ জোনের টিম সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন শাখা সহ সভাপতি আলহাজ ইনামুর রহমান, সৈয়দ কবির আহমদ, সহ সেক্রেটারী আ ফ ম শুয়াইব, বায়তুল সম্পাদক আল ইসলাম, সাহিত্য সম্পাদক আলহাজ কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আবদুল মতিন, মাওলানা শাহ সুলতান মাহমুদ, মাওলানা হাবিবুর রহমান, আলহাজ আব্দুল গনি, হাফেজ আহমদ হুসাইন, মুহাম্মদ ইকবাল আহমদ, প্রমুখ।
নির্বাহি সভায় গতমাসের রিপোর্ট পেশ পর্যালোনা ও আগামী মাসের পরিকল্পনা গ্রহন ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর বিস্তারিত কর্মসুচি নেয়া হয়। সভায় ফিলিস্তিনের মুসলমানদেরকে গনহত্যার তিব্র নিন্দা জানানো হয় এবং বিশেষ দোয়া করা হয়।