চোরাইকৃত চারটি সিএনজি অটোরিকশা সহ ১ জন গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২২:৪০,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ৬৫ বার পঠিতচোরাইকৃত নম্বরবিহীন চারটি সিএনজি অটোরিকশা সহ ১ জন কে গ্রেফতার করেছে
এয়ারপোর্ট থানা পুলিশ।
গত ১২ জানুয়ারি সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। থানা এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আম্বরখানা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ-এসআই (নিরস্ত্র)/সুজিত চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন কলবাখানী চাষনীপীর রোডের সমছু ভিলা থেকে আসামী জালাল মিয়ার ভাড়া বাসা হইতে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা সহ আসামী ১। জালাল মিয়া (৩০), পিতা-মৃত মকরম মিয়া, সাং-লালবাগ, পোঃ-সিলেট ক্যাডেট কলেজ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, বর্তমানে সাং-কলবাখানী, সামছু ভিলা, চাষনীপীর রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন মজুমদারীস্থ আজমল আলীর গাড়ী মেরামত করার ওয়ার্কশপ হইতে আরও ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন। পরবর্তীতে এসআই আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী ৪টি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সা জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামীকে থানায় নিয়ে আসেন। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীসহ পলাতক অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীরা অভ্যাসগত ভাবে চোরাইকৃত সিএনজি অটোরিক্সা ক্রয়-বিক্রয় করিয়া থাকে । এ ঘটনায় এয়ারপোর্ট থানার মামলা দায়ের করা হয়েছে