জাতির ভোটাধিকার হরন করে পাতানো নির্বাচন জনগন প্রতিহত করবে। ———————মুফতি তাজুল ইসলাম।
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৫৬,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৮৬ বার পঠিতগতকাল খেলাফত মজলিস বার্মিংহামের নির্বাহী সভা অনুষ্ঠিত।
জাতির ভোটাধিকার হরন করে পাতানো নির্বাচন জনগন প্রতিহত করবে। ———————মুফতি তাজুল ইসলাম
যুদ্ধ করে মানুষ দেশ স্বাধীন করেছিলো তাদের অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারটুকু আজ হরন করা হচ্ছে যে সরকারই ক্ষমতায় গেছে তারা নিজ সার্থকেই বড় করে দেখেছে জাতি এবং জনগনের কোন চিন্তা তাদের নেই নিজেদের আখের গোচাতেই ব্যস্ত। বর্তমান অবৈধ সরকার জাতির ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফা নির্বাচন করছে। জনগন এই পাতানো নির্বাচন প্রতিহত করবে।
গতকাল সোমবার আস্টনে খেলাফত মজলিস বার্মিংহামের নির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্রাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম একথাগুলো বলেন। শাখা সভাপতি আ ফ ম শুয়াইবের সভাপতিত্তে ও সেক্রেটারী হাফেজ মাওলানা আহমদ হুসাইনের পরিচালনায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন বার্মিংহামের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য নর্থের সেক্রেটারী মাওলানা এনামুল হাসান ছাবির।
শাখা সহ সভাপতি শায়েখ মাওলানা আব্দুল মতিনের দারসে কোরআনের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন মাওলানা শাহ সুলতান মাহমুদ, সহ সভাপতি আলহাজ আবদুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, সৈয়দ মুহাম্মদ আলী, সহকারী সেক্রেটারী মইন উদ্দীন ইকবাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা কুদরত উল্লাহ শরীফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শুকুর, সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী আব্দুল খালিক মুশতাক, সমাজকল্যাণ সম্পাদক হাজী বুরহান আহমদ, হাফেজ মন্জুর আহমদ, হাজী সাইফুল্লাহ, হাজী মুহাম্মদ ফারুক মিয়া, মুহাম্মদ সায়েদ আলী, ক্বারী মুহাম্মদ আলী আমজদ। প্রমুখ।
সভায় আগামী ১৯ শে ডিসেম্বর খেলাফত মজলিসের প্রিতাষ্ঠাবার্ষিকী সমাবেশের সিদ্ধান্ত হয়।