নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি – মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২১:২০,অপরাহ্ন ২৭ আগস্ট ২০২৩ | সংবাদটি ২১৯ বার পঠিত
সিদ্দিকুর রহমান সুমন, নিউ ইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে.“আল্লাহু আকবর- আল্লাহু আকবর” এই সমুধুর ধ্বনির মুগ্ধতা এখন ছড়িয়ে পড়বে নিউইয়র্কের বাতাসে । চারদেয়ালে ভিতরের আজানের ধ্বনি এখন প্রকাশ্যে আসবে । শনিবার (২৪ আগস্ট) নিউইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি এ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেয়ার অনুমোদন দেয় । মুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে এখানে বসবাসরত ইসলাম ধর্মের অনুসারীদের । তবে নিউইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতিত কোথায়ও উচ্চ আওয়াজ/ মাইক ব্যবহার করা যাবে না । সেই কারনে ফজর এবং এশা ব্যতিত এখন থেকে যোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না । তবে এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে । সেই সাথে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখতে হবে ।
এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে । তারা বলছেন ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ । সেই নামাজের আহবানে যে সুমুধুর আজান দেওয়া হয় তা এখন প্রকাশ্যে দেওয়া যাবে । যা খুশির খবর । বায়তুল আমান ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট ভারতীয় মুসলিম সেলিম রেংগেজ বলেন, অনেকদিন থেকেই তারা প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি নেওয়ার চেস্টা করছেন । অবশেষে আজ সফল হলেন । এই অনুমতি এখানে মুসলিম কমিউনিটির প্রতি অন্য ধর্মের অনুসারীদের জানার সুযোগ হবে । তারা আজানের কারনে যাতে অন্য ধর্মের লোকদের অসুবিধা না হয় সেই বিষয়ে নজর রাখতে সকল মসজিদ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান । বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জানান এই অনুমতি ইসলামকে অন্য ধর্মের লোকদের জানারও সুযোগ করে দিবে । তিনি আজান দেওয়ার জন্য সমুধুর কন্ঠের অধিকারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য মসজিদ কমিটির দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান । নিউ ইয়র্কের ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মোহাম্মদ আজির উদ্দিন বলেন এটা খুবই খুশীর সংবাদ । । আমেরিকার বুকে আল্লাহু আকবর প্রকাশ্যে বলা স্বপ্ন ছিলো । আজ পূরণ হলো । তিনি প্রকাশ্যে আজানের অনুমতি দেওয়ার জন্য নিউইয়র্কের মেয়রসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।