বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৪২,অপরাহ্ন ১৩ জুলাই ২০২৩ | সংবাদটি ২৪৮ বার পঠিত
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনা করে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১২ জুলাই) বাদ মাগরিব ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা এবাদুর রহমান চৌধুরী । কুরআন তেলাওয়াত করেন আবুল হোসেন ।
নিউইয়র্ক মহানগর(উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য শাহ কামাল উদ্দিনের পরিচালনায় এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তি লগ্নে সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন । রবিবার (৯ জুলাই) সিলেটে অনুষ্ঠিত তারণ্যের সমাবেশ শেষে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি ।পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন । কাইয়ূম চৌধুরীর সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল বাতিন, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ গৌছল আহমদ, ইমরান শাহ রন, সদস্য সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, ব্রঙ্কস বিএনপি (পশ্চিম) আহবায়ক লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল বাকী, সুলতান মাহমুদ সিদ্দিকী উল্লাস, ম্যানহাটন বিএনপির সদস্য সচিব জিয়াউল আহমেদ জামিল, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, ব্রঙ্কস বিএনপি (পশ্চিম) ফুল মিয়া, মমতাজ আহমেদ(পুলিশ) ফখরুল ইসলাম, সৈয়দ আব্দুল বাসাত, সেচ্ছাসেবক নেতা ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী মিলন প্রমূখ ।