ইমজা’র নতুন কমিটি কে হলি গ্রুপ এর অভিনন্দন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:০২,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২৪ | সংবাদটি ৬৫ বার পঠিতইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র নতুন কমিটি কে অভিনন্দন জানিয়েছে হলি গ্রুপ ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হলি গ্রুপ পক্ষ থেকে ইমজা’র নতুন সভাপতি সজল ছত্রী, সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ ও কোষাধ্যক্ষ সুবর্ণা হামিদসহ অন্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানান সভাপতি স্বর্ণলতা রায়।
অভিনন্দনবার্তায় হলি গ্রুপ এর সিও ব্যবসাই শাহেদ আহমদ বলেন, নবনির্বাচিতদের নেতৃত্বে ইমজার কার্যক্রম আরও গতিশীল হবে। এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইমজা আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে অতীতের মত।