ইমজা’র নতুন কমিটিকে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের অভিনন্দন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৪:৫৬,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | সংবাদটি ৬৭ বার পঠিতইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) উপদেষ্টা সভাপতি, সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে ইমজা’র নতুন সভাপতি সজল ছত্রী, সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ ও কোষাধ্যক্ষ সুবর্ণা হামিদসহ অন্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দনবার্তায় সিলেট উইমেসন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলীনা আক্তার চৌধুরী বলেন, নবনির্বাচিতদের নেতৃত্বে ইমজার কার্যক্রম আরও গতিশীল হবে। এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইমজা আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে। বিশেষ করে নতুন নেতৃবৃন্দ সিলেটে যে সকল নারীরা সাংবাদিকতা পেশায় আছেন তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করবেন।