সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩২:২২,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১৪ বার পঠিত
সিলেটে কৃষি কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং
বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।
গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মাশরেফুল আলমের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর হবিগঞ্জের উপ পরিচালক মোঃ আক্তারুজ্জামান, পিপি ডিএই খামার বাড়ী ঢাকার অতিরিক্ত উপ পরিচালক কারিমা আক্তার,বারি আকবরপুর মৌলভীবাজার এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাহমুদুল ইসলাম নজরুল।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন এফএও’র ক্রপ প্রডাকশন স্পেশালিষ্ট ড.দিলোয়ার আহমদ চৌধুরী ও
ডিলার নেটওয়ার্কের লক্ষ উদ্দেশ্য উপস্থাপন করেন এফএও’র প্রজেক্ট কোর্ডিনেশন এসিস্ট্যান্ট সমীরন কুমার সিংহ।
দিনব্যাপী কর্মশালায় ডিএই সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা সহ কৃষি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন,
নিরাপদ, পরিবেশগত ও সুরক্ষিতভাবে কীটনাশক ব্যবহার নিয়ে কাজ করছে এফএও ও পপস। এ প্রকল্প খালি কীটনাশক পাত্র সংগ্রহ এবং নিরাপদে নিষ্কাশনের সাথেও কাজ করে। কীটনাশক ডিলাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা এই বিষয়ে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে জানানো হয়। এতে কীটনাশক ডিলার নেটওয়ার্কিং বিকাশের একটি কার্যক্রম রয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের (DAE) অধীনে উদ্ভিদ সুরক্ষা শাখা (PPW) হল কীটনাশক, সার এবং বীজ বিক্রির জন্য ডিলারদের লাইসেন্স প্রদানের একমাত্র কর্তৃপক্ষ। এর পাশাপাশি এই শাখাটি দেশে নতুন কীটনাশক নিবন্ধনের জন্যও দায়ী। দেশের তৃণমূল পর্যায়ে ডিএইএর বিশাল জনবল রয়েছে। ডিলার এবং খুচরা বিক্রেতাদের সাথে তাদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ এবং নেটওয়ার্ক রয়েছে।
বাংলাদেশ ফসল সুরক্ষা সমিতি (বিসিপিএ) হল কীটনাশক কোম্পানিগুলির একটি অনন্য জাতীয় বাণিজ্য সংস্থা যারা বাংলাদেশে কৃষি কীটনাশক এবং জনস্বাস্থ্য কীটনাশক আমদানি, উৎপাদন, প্রণয়ন এবং বিপণনের সাথে জড়িত। বিসিপিএ হল পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির (পিটিএসি) একজন সম্মানিত সদস্য, যা বাংলাদেশে কীটনাশক নিবন্ধন অনুমোদন এবং কীটনাশক ও কীটপতঙ্গ ব্যবস্থাপনা সম্পর্কিত সাধারণ নীতি সম্পর্কে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য শীর্ষ কমিটি।কৃষি কীটনাশক শিল্পে নেটওয়ার্কিং হল সহ-কৃষক, উপকরণ সরবরাহকারী, কৃষি ব্যবসা এবং অন্যান্য শিল্পের ভূমিকা পালনকারীদের সাথে সংযোগ স্থাপন এবং স্থায়ী এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক গড়ে তোলাই হলো কর্মশালার মুল লক্ষ্য।