শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০২:০৯,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১৭ বার পঠিতওসমানীনগর উপজেলাধীন শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ২০২৪ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীর যোগদান উপলক্ষে এক শোকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওসমানী নগর উপজেলার মুক্তারপুরস্হ মাদরাসা হলরুমে আয়োজিত সংবর্ধনা ও শোকরিয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী।
মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক আতাউর রহমান ও মাষ্টার মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান,সৈয়দুর রহমান চৌধুরী, মোজাহিদুল ইসলাম,অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদেরী,মুফতি নেছার আহমদ,অধ্যক্ষ সারওয়ারে জাহান,সাবেক মেম্বার সুলাইমান খান, জোবায়ের আহমদ,
মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল হাই, হুমায়ুন আহমদ চৌধুরী শফি,আতাউর রহমান, জামাল আহমদ চৌধুরী প্রমুখ।
মাদরাসার শিক্ষার্থী বায়জীদ আহমদ চৌধুরীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম গফুর। মাহফিলে মাদরাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।