সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪১:০৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১৮ বার পঠিত
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সিলেট বধির সংঘ শীতবস্ত্র বিতরণ করে সেই দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, সিলেট বধির সংঘের কোন নিজস্ব কার্যালয় নেই,ভাড়া করা কার্যালয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে, সদস্যরা এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের কর্মসংস্থানের সমস্যা রয়েছে এসব বিষয় নিয়ে আলোচনা করে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।
সিলেট বধির সংঘের উদ্যোগে
১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে সংঘের স্টেশন রোডস্থ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক
হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি শিহাব উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু, সহ-সভাপতি মোহাম্মদ সায়মন,যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ দস্তগীর, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন খান রনি, ক্রীড়া সম্পাদক মুস্তাজাব উদ্দিন খান জনি, পাঠাগার সম্পাদক মইন উদ্দিন লিটন, কার্যকরী সদস্য সাউথ উদ্দিন খান,সঞ্চিতা মজুমদার, ফরহাদ আহমদ চৌধুরী, শরিফ আলী, ইমন আহমদ, সালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি