আমরা কেন, কী এবং…
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:৩৫,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৬৩ বার পঠিত
সিলেটে এবং সিলেট থেকে দেশে ও দেশের বাইরে ভ্রমণের একটি বিশ্বস্ত নাম। বিশ্বস্ত প্রতিষ্ঠান— ট্যুর সিলেট। ভ্রমণ সেবা বা ভ্রমণ গাইড দেয়া ছাড়াও আমরা সিলেটে আসতে চাওয়া ভ্রমণ পিপাসু বা আগত পর্যটকদের হোটেল, মোটেল, ট্রান্সপোর্ট, ফিরতি টিকেট, ক্যাটারিং সুবিধা দিয়ে থাকি।
চলুন আমাদের সম্পর্কে জানা যাক:
হেঁ, সিলেটে পরিপূর্ণ ভ্রমণ ব্যবস্থাপনার নিশ্চয়তা দিচ্ছি আমরা। ‘সিলেট ভ্রমণ’-এর প্ল্যান করে থাকলে, তার দায়িত্ব চোখবোজে ছেড়ে দিতে পারেন আমাদের উপর। আপনার যেকোনো রকম ভ্রমণ পরিকল্পনা একেবারে আপনারই পছন্দ ও সিডিউল অনুযায়ী সাজিয়ে বাস্তবায়ন করে দেবো আমরা। আপনি শুধু জানাবেন। আমরাই আপনার চাহিদা মত হোটেলের ব্যবস্থা করবো, যাতে পূণ্যভূমি সিলেটে পৌঁছে হোটেল খুঁজে বের করার বাড়তি দুশ্চিন্তায় না পড়ে সোজা গিয়ে রুমে উঠতে পারেন। আমরাই আপনাকে বাস/ট্রেন স্টেশন/বিমান বন্দর থেকে অভ্যর্থনা দিয়ে হোটেলে নিয়ে আসবো। পছন্দের স্পটে আপনার চাহিদা অনুযায়ী পরিবহণে/বাহনে নিয়ে ঘুরতে যাব আমরাই। যাতে করে অতিরিক্ত ভাড়া ও না চেনার ভোগান্তিতে আপনাকে পড়তে না হয়। এবং আমরাই আগেভাগে আপনার ফিরতি টিকেট নিশ্চিত করে রাখবো। সে হোক বাস, ট্রেন অথবা বিমান! যাতে সিলেটে সীমিত সময়ে এসে ফিরে যাবার টিকেট নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে না হয়। আপনি যাতে আপনার পছন্দের বাহনে করে গন্তব্যে যেতে পারেন, সেই চেষ্টাই থাকবে আমাদের। আমরাই শেষে আবার আপনাকে গন্তব্যের বাহনে তুলে দেবো। অথবা এগুলোর মধ্যে চাইলে আপনি আলাদাভাবে যেকোন এক বা একাধিক সেবা গ্রহণ করতে পারবেন আপনি। যদি চান তাহলে শুধুমাত্র ভ্রমণ প্যাকেজেও অংশ নিতে পারবেন। সব স্বাধীনতাই একান্ত আপনার।
আমরা সিলেটে সিটি ট্যুরও দিয়ে থাকি। পুরো একদিন সিলেট শহর ও শহরতলীর দৃষ্টিনন্দন, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখাই।
এবার আর দেরি নয়, আপনার সিলেট ভ্রমণের পরিকল্পনা আমাদের জানিয়ে দিয়ে অপেক্ষায় থাকুন একটি নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং সাস্ত্রয়ী ভ্রমণ উপভোগ করার জন্য!
আমরা সিলেটের বাইরে সিলেট-কক্সবাজার, সিলেট-কক্সবাজার-সেন্টমার্টিন, সিলেট-পার্বত্য চট্টগ্রাম-কক্সবাজার-সেন্টমার্টিন, সিলেট-সুন্দরবন এবং দেশের বাইরে ভারত, নেপাল এবং ভুটানে ট্যুর সেবা দিয়ে থাকি।
ব্যাক্তিগত প্যাকেজ, গ্রুপ প্যাকেজ, পারিবারিক প্যাকেজ, কাপল প্যাকেজ, হানিমুন প্যাকেজ, কর্পোরেট প্যাকেজসহ আরও কিছু প্যাকেজ রয়েছে যা আপনাকে নিশ্চিন্তে নির্ভরতা দেবে। সিলেটে আমরাই সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য অঙ্গিকারাবদ্ধ।
কিছু শর্ত আছে:
আবহাওয়াসহ প্রাকৃতিক যে কোনো দুর্যোগ, রাজনৈতিক ও অন্যান্য কারণে পরিস্থিতি এবং পরিবেশ অনুকূল না থাকলে ট্যুর সূচিতে পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সময়সূচি নির্ধারণ করা হবে। কিন্তু এ জন্য প্রতিষ্ঠান দায় নেবে না।
হোটেলে ইন ও আউটের বিষয়ে সংশ্লিষ্ট হোটেলের নিয়ম অনুসরণ করা হয়। এক্ষেত্রে বুকিং নিশ্চিত রাখতে একটি নির্দিষ্ট হারে বুকিং মানি আগে পরিশোধ করতে হবে। পরবর্তিতে হোটেলের বিল বুকিং মানি কর্তন করে হোটেলকেই পরিশোধ করতে হবে।
হোটেলসহ ট্যুর প্যাকেজ সার্ভিসের ক্ষেত্রে:
হোটেলে ইন করার সময় ৫০ শতাংশ প্রদান করতে হবে। যা প্যাকেজ প্ল্যান সিটে উল্লেখ থাকবে। হোটেল কর্তৃপক্ষ অথবা আমাদের গাইড সেবাগ্রহীতার স্বাক্ষরসহ তা গ্রহণ করবেন। বাকি ৫০ শতাংশ প্যসকেজের শুরুতেই পরিশোধ করতে হবে।
ট্রান্সপোর্ট/হোটেল সার্ভিসের ক্ষেত্রে :
প্রত্যেকবার ট্রান্সপোর্ট সেবা গ্রহণের পরপরই নির্ধারিত সিট/রসিদের মাধ্যমে চালকের/গাইডের কাছে বিল প্রদান করতে হবে। এবং হোটেলের বিল হোটেলেই প্রদান করতে হবে।
পেজ রুলস:
আমাদের ট্যুর সেবা গ্রহণকারী ছাড়াও সম্মানিত সদস্যরাও এই পেজে পোস্ট, ছবি শেয়ার করতে পারবেন, ভ্রমণ বিষক যে কোনো লেখা লিখতে পারবেন। আপনাদের আন্তরিকতা আর সহযোগিতায়ই আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, যেখানে আপনারা ছাড়া কল্পনা করাও সম্ভব নয়।
এই পেজে এবং আমাদের ট্যার সিলেট/Tour Sylhet গ্রুপেও আপনাদেরকে সহযাত্রী হিসাবে প্রত্যাশা করি। আমাদের সাবলীল অগ্রযাত্রা, আপনাদের একটি ভাল মানের পোস্ট, ভিডিও, শেয়ার আমাদের এগিয়ে নেবে। এর জন্য কিছু রুলস অনুসরণ করতে হবে-
১. ভ্রমণ বিষয়ক বা অন্য যে কোনো শালীন পোস্ট দিতে পারবেন । ভ্রমণের সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করুন এই প্লাটফর্মে, আপনার অগনিত বন্ধুদের সাথে।
২. কোনো ব্যাক্তি, প্রতিষ্ঠান, জেলা বা এলাকাকে ছোট করে, অসম্মান করে পোস্ট বা কমেন্টস করা যাবে না এবং রাষ্ট্র ও সমাজ বিরোধী মনে হয়, এমন পোস্ট করা থেকে বিরত থাকুন। এমন কি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, গুজব ছড়ায় বা আইনসিদ্ধ নয়, এমন পোস্ট করা বা ছবি-ভিডিও আপলোড করা যাবে না।
৩. আমরা সব সময় চাই সবাই মিলে-মিশে সুন্দরভাবে এই পেজ ও গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যেতে । তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ আপনারা সবাই সবার পোস্টে লাইক কমেন্ট করুন । শেয়ার করুন।
৪. আমাদের পেজ/গ্রুপের মাধ্যমে পর্যটন সেবা পৌঁছে দিতে চাই তাদের কাছ যাদের কেউ হয়তো আপনি, আপনার পরিবার, বন্ধু-বান্ধব, অফিস কলিগসও হতে পারেন। এই পেজের মাধ্যমে আপনি বা আপনার পরিচিত যে কারোরই উপকারে আসতে পারে। দুর্ভোগ, অতিরিক্ত অর্থ ব্যয় থেকে নিরাপদ-নিশ্চিন্ত থাকতে পারেন। তাই এজন্য চাই প্রতিটি সদস্যের সহযোগিতা। আপনারাই আমাদের পরিবারের সদস্যা। তাই আমাদের পেজ ও গ্রুপকে ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকেও Add/জয়েন করাতে পারেন।
৫. কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না।
৬. ধর্মীয় পোস্ট দেয়া যাবে কিন্তু অন্য ধর্মকে আঘাত করে নয় বা বিভ্রান্ত ছড়ায় এমন বিষয় নয়।
৭. নিজের বা পরিবারের বা বন্ধুদের ভ্রমণ বিষয়ক ছবি পোস্ট করা যাবে।
৮. রাজনৈতিক পোস্ট করা যাবে না।
৯. কোনো বিতর্কিত বিষয়েও পোস্ট করা যাবে না।
১০. জন্মদিনের উইশ, বিবাহ বার্ষিকীর উইশ বা বিশেষ উইশ পোস্ট করা যাবে।
১১. কোনো প্রকার খারাপ মন্তব্য করা যাবে না।
পেজ বা গ্রুপ সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে এই পিন করা পোস্টে কমেন্ট করে জানাবেন। অথবা এসএমএস দিয়েও জানাতে পারেন। যেকোনো প্রয়োজনে বা সেবা নিতে চাইলে আমাদের এসএমএস করুন। ফোন করুন।
আপনাকে সব সময় স্বাগতম।
ধন্যবাদ
——————————————
বুকিং ও যে কোনো তথ্যের জন্য যোগাযোগ:
ট্যুর সিলেট
হক সুপার মার্কেট (৩য় তলা)
পূর্ব জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৪০৩ ৬৮১ ০১৬