এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ও নারীর ক্ষমতায়ন বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২২:৫৪,অপরাহ্ন ৩১ মার্চ ২০২২ | সংবাদটি ২৯৯ বার পঠিত
এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ও নারীর ক্ষমতায়ন বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে আজ প্রশিক্ষক হিসেবে একটি সেশন পরিচালনা ৭১ টিভি সিলেট প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ । কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, এনজিও ও মানবাধিকার কর্মী এবং নৃতাত্ত্বিক জনগোষ্টির প্রতিনিধিরা অংশ নেন। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।