সিলেটে চাঁদার দাবিতে দোকান দখল, হামলা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:৩৩,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০২২ | সংবাদটি ১৮৯ বার পঠিত
সিলেটের আখালিয়া নতুন বাজার এলাকায় চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন আখালিয়া নতুন বাজার এলাকার মুসলিম নগর জামে মসজিদ এর পাশের দোকান মেসার্স শাহ্জালাল এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী কাহির মিয়া। মামলার আসামিরা হচ্ছে- একই এলাকার সেলিম আহমদ, বিদ্যুৎ দাস, জাবেদ আহমদ, তুহিন আহমদ, জুবেক আহমদ, বিপ্লব দাস, জাকির হোসেন, রকি, পরিমল দাস, সুজন। ঘটনা গত ৩০শে আগস্টের। মামলার এজাহারে কাহির আহমদ আসামিদের সসন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক বিক্রেতা বলে অভিহিত করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রধান আসামি সেলিম আহমদের নেতৃত্বে আসামিরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল।
গত ৩০শে আগস্ট সেলিম আহমদ ও বিদ্যুৎ দাস তার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে তারা জোরপূর্বক দোকান থেকে বের করে তালা ঝুলিয়ে চলে যায়। ওইদিন বিকালে সেলিমের নেতৃত্বে সন্ত্রাসীরা এলাকার সোনালী আবাসিক এলাকার মূল গেটের সামনে জোরপূর্বক রাস্তার উপর একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করার চেষ্টা চালায়। এ সময় কাহির মিয়া, লায়েক আহমদ, আব্দুল্লাহ আল মেহেদী, জুয়েল, আব্দুল হান্নান, রাশেদ আহমদসহ কয়েকজন বাধা দিলে সেলিমের নেতৃত্বে তাদের উপর হামলা চালায়।
এ সময় তারা এলোপাতাড়ি মারধর করে কয়েকজনকে আহত করে। এরমধ্যে লায়েক আহমদ, আব্দুল্লাহ আল মেহেদী, জুয়েল, আব্দুল হান্নান, রাশেদ আহমদসহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে জালালাবাদ থানা পুলিশ মামলা রেকর্ড করেছে। তবে, গতকাল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলার বাদী কাহির আহমদ দাবি করেছেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ার কারণে তারা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। তারা ফের হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে, জালালাবাদ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দু’পক্ষের মামলা গ্রহণ করে বিষয়টি তদন্ত করছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এদিকে, বিদ্যুতের খুঁটি বসিয়ে এলাকায় সংযোগ বিচ্ছিন্নের প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে শেখ লোকমান মিয়া গত সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অভিযোগ করেছেন। একই দিন সোনালী আবাসিক এলাকা, যুগীপাড়া, ধামালীপাড়াসহ কয়েকটি এলাকার শতাধিক মানুষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে অভিযোগ দাখিল করেছেন।