সিলেটের শিবগঞ্জ থেকে কিশোর নিখোঁজ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৬:০০,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৩৬৫ বার পঠিতসিলেট নগরীর শিবগঞ্জ মৌচাক এলাকা থেকে সাদি জামান নামের ১৭ বছর বয়সের এক কিশোর সোমবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। তার পিতার নাম সৈয়দ সাহাদাত জামান, তিনি স্থানীয় শিবগঞ্জ মৌচাক ৬/এ এর বাসিন্দা।
এ ব্যাপারে নিখোঁজের চাচাতো ভাই সৈয়দ আহসানুজ্জামান শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (নং ১৭৭৩/৩১,১২,১৯)
কেউ তার সন্ধান পেয়ে থাকলে ০১৭১২৬৬১০৯৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।