অন্তর্বর্তীকালীন সরকারকে সিলেট মেট্রোপলিটন চেম্বারের অভিনন্দন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৬:১৩,অপরাহ্ন ১৮ আগস্ট ২০২৪ | সংবাদটি ৯ বার পঠিতঅন্তর্বর্তীকালীন সরকারকে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মন্ডলির সকল সদস্যকে মেট্রোপলিটন চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
শনিবার সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দকে নিয়ে এসএমসিসিআই এর কনফারেন্স হলে এ সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী।
সভার শুরুতে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদ স্মরণে শোক প্রস্থাব আনা হয় এবং নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এবং আহতদের চিকিৎসার ব্যাপারে খোজখবর নেয়া এবং চিকিৎসার ব্যাপারে মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে সহযোগীতা করার জন্য সহ সভাপতি মো: মুহিতুল বারী রহমান ও পরিচালক মো: আব্দুর রহমান রিপনকে দ্বায়িত্ব প্রধান করা হয়।
সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে সকল উপদেষ্টাকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এক বার্তায় এসএমসিসিআই এর সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন। সভায় সম্প্রতি সহিংসতায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের নিন্দা জানানো হয়।
সাম্প্রতিক সহিংসতার জেলা ও মহানগরের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির জন্য দু:খ প্রকাশ করা হয়। সভায় সাবেক ও পরিচালকরা বলেন, ব্যবসায়ীরা আজ আতংকিত, ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুরের ভয়ে আতংকের মাঝে আছেন। এ অবস্থা থেকে উত্তরণ ও আইন শৃ:খলা পরিস্থিতি উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন- এসএমসিসিআই এর সহ সভাপতি মো: মুহিতুল বারী রহমান, প্রাক্তণ সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, পরিচালক জিয়াউল গণী আরেফিন, আব্দুর রহমান রিপন, মো: ফেরদৌস আলম, রাজিব ভৌমিক, প্রাক্তণ পরিচালক মো: শাব্বির আহমদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন পরিচালক অজয় কুমার ধর,মোহাম্মদ আব্দুল্লাহ, মো: কাপ্তান হোসেন, মো: জহির হোসেন, মো: জিল্লুর রহমান সুমন, প্রাক্তণ পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী, জালাল উদ্দিন আহমদ।
সভা পরিচালনা করেন এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।