বিজিবি’র পৃথক অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৪২,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০২৪ | সংবাদটি ৭ বার পঠিত
গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তেরাপুর নামক স্থানে ১৬ টি ভারতীয় মহিষ ও কুলাউরা নামক স্থান হতে বাংলাদেশী সুপারি ৮,০০০ কেজি, রসুন ৪২০ কেজি এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-১,১৯,৪৩,৯৮২.০০ (এক কোটি উনিশ তেতাল্লিশ হাজার নয়শত বিরাশি) টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষ এবং বাংলাদেশী সুপারি ও রসুনসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা করতঃ নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে এবং অন্যান্য চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা করা হবে।