গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৬:০৭,অপরাহ্ন ২১ অক্টোবর ২০২৫ | সংবাদটি ১ বার পঠিত
আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়,কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহুর্ত প্রশাসনিক অবহেলার ছায়ায় বঞ্চনার শিকার হচ্ছি, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেছেন।
২০ শে অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় কেন্ট শহরের স্থানীয় সেন্টারে সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।
সংগঠন কেন্ট রিজিওনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও বিশিষ্ট ব্যাবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় উক্ত সম্মেলন ও ডিনারপার্টিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই,
বিশেষ অতিথি ইউকের সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, তাজুল ইসলাম, রেজাউল করিম সিপার, শাহ শাফি , আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল,মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী,ও জায়েদ ইমতিয়াজ চৌধুরী, সহ কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্ট রিজিওনাল নতুন কমিটিতে মুক্তার আলীকে চেয়ারপার্সন , তাহামুল হোসেন লিটনকে
জেনারেল সেক্রেটারী, আব্দুল আহাদকে
ট্রেজারার, ও কবি নুরজাহান শিল্পীকে
উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত করা হয়েছে।
।








