প্রচ্ছদ ফটোগ্যালারী ঐশীর মিউজিক এলবাম এর সুন্দর একটি ছবি টাইম ডেস্ক প্রকাশিত হয়েছে : ৯:৪১:৪৫,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১৪ বার পঠিত ছবি-সংগৃহীত ফটোগ্যালারী এর আরও খবর জোছনা ঝরে নদীর জলে জনশূন্য একটা পৃথিবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গনভবনে নুরুলের সাক্ষাত অপরুপ সুন্দর্যের লিলা ভূমি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন প্রকৃতি প্রমিরা। সিলেটে ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন পর্যটন স্পট ‘সাদা পাথর’ থেকে ছবিটি তোলা। ছবি-মো: করিম মিয়া ছোটবেলায় প্রাঞ্জল:বিশ্বনাথে গ্রামের বাড়ি। বসবাস সিলেট শহরে। এই ছোট্ট সোনামণির নাম আলিয়া সোহা।বিশ্বনাথে গ্রামের বাড়ি। বসবাস সিলেট শহরে। এই ছোট্ট সোনামণির নাম আলিয়া সোহা।