লালা বাজারে আদালতে সাক্ষী দেয়ার জেরে প্রতিপক্ষের হামলা প্রতিবন্ধী যুবতিসহ আহত ৪

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:১৪:৫২,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫১ বার পঠিত
দক্ষিণ সুরমা লালাবাজার পশ্চিম ভাগে ভূমি বিরোধ নিয়ে আদালতে সাক্ষী দেয়ার জের ধরে বসত বাড়িতে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী কিশোরীসহ ৪জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।বিলম্বেপ্রাপ্ত খবরে জানা যায় গত বৃহস্পতিবার সকালে সিলেট জজকোর্টের দেওয়ানী আদালতে হাজির হয়ে সাক্ষী দিতে আসেন লালাবাজার পশ্চিম ভাগের সুলাইমান আলী । সাক্ষী দেওয়ার জের ধরে ঐ দিন বিকালে বাড়িতে গেলে তিনিসহ তার পরিবারের অন্যান্যদের উপর হামলা চালান একই গ্রামের বাবুল আহমদ ও তার সহযেগিরা।
ঘটনার পর সরে জমিনে এলাকাবাসীর কাছ থেকে জানাযায়, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিভাগ গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র বাবুল আহমদ, হেলাল আহমদ, আবুল আহমদ,আলী হোসেন পাশ্বর্বতী বাড়ীর মৃত আজত উল্লাহ ও সুরুত আলীর সাথে ভূমি বিরোধে সাক্ষী দেয়ার জের ধরে নিজ বসত ভিটায় দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলা আহত ফারুক আহমদ ( ৪৫) তার প্রতিবন্ধী কন্যা তামান্না বেগম (২১)সুলাইমান (৫০)সুরুত আলী (৪৮) আহত হয়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪তলায় সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানাযায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে স্থানীয় মেম্বার সিরাজ মিয়ার সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।