জগন্নাথপুরে ডাকাত সর্দার দুখু মিয়া গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:১১:৪৮,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৯৪ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাত সর্দার দুখু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের জিগির আলীর ছেলে।
থানা সূত্র জানায়, শুক্রবার (২ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে ৩টি ডাকাতি ও ১টি চাঁদাবাজি সহ ৪টি মামলার পলাতক আসামী ডাকাত সর্দার দুখু মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে শনিবার (৩ আগষ্ট) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।