শিশুটিকে প্রতিবন্ধি হওয়া থেকে রক্ষা করুন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:২৮,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১০ বার পঠিতমাত্র ১০ মাস বয়স শ্রেয়ান বুনার্জির। চা শ্রমিক সন্তান শিশুটি জটিল রোগে আক্রান্ত হয়ে ক্রমেই বুদ্ধি প্রতিবন্ধি হয়ে ওঠছে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা দিলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শিশুটি। কিন্তু এজন্য প্রয়োজন অন্তত ৫ লক্ষ টাকা।
শ্রেয়ান সিলেটের সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানের চা শ্রমিক নির্মল মোদির মেয়ে নিপা মোদির একমাত্র সন্তান। অসহায় চা শ্রমিক পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব প্রায়। সমাজের হৃদয়বান, দরদী মানুষের কাছে তারা শিশুটিকে সাহায্য করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নং-৪১১৭৬৬৬৫১৬৩০০, এ বি ব্যাংক লিমিটেড, তাজপুর শাখা, সিলেট।
বিকাশ নাম্বার : ০১৭৫৬ ৭৫১৯১৪/০১৭৩২ ২২২৮৩৪
যোগাযোগের ঠিকানা : লাক্কাতুরা সবুজ সংঘ, কৃষ্ণা টেলিকম, লোহারপাড়া, লাক্কাতুরা চা বাগান, সিলেট। মোবাইল : ০১৭১৯ ৩২৪৫৫৪।