২০ লক্ষ টাকা ছিনতাই বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির নিন্দা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৩৭,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪২ বার পঠিতসিলেট নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতি সিলেটের সদস্য, জৈন্তাপুরস্থ শাপলা ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী রিয়াদ উদ্দিন এর ফিলিং স্টেশনের ২০ লক্ষ টাকা ছিনতাই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতি সিলেটের সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ সভাপতি আশরাফ আলী চেরাগ, হাজী রজব আলী, বাবুল আহমদ, সাধারণ সম্পাদক রুহেল আলম, সহ সাধারণ সম্পাদক লোকমান আহমদ, আলী আহমদ, অর্থ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ফয়সল আহমদ, দপ্তর সম্পাদক আলী হোসেন, আপ্যায়ন সম্পাদক আতাহার আলী, সহ আপ্যায়ন বদর উদ্দিন বশর, ধর্ম সম্পাদক মুহিব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আতউর রহমান, নির্বাহী সদস্য মুতিকুর রহমান, ঝুমন আহমদ, হাজী নূর উদ্দীন, লয়লুছ আহমদ, শামিমুর রহমান শামীম প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ছিনতাই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ছিনতায়ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রোববার সকাল ১০টায় জৈন্তাপুরস্থ শাপলা ফিলিং স্টেশনের ম্যানেজার তেল বিক্রর ২০ লাখ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বের হলে ফিলিং স্টেশনের সামনে আগে থেকে ওঁৎপেতে থাকা একদল ছিনতাইকারীরা টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকৃত ২০ লাখ টাকার মধ্যে জৈন্তাপুর থানা পুলিশ ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্ধ করেছে এবং ইতিমধ্যে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকী টাকা উদ্ধার ও ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি