চুয়াডাঙ্গার বাড়ির ছাদ ভেঙে শিশু নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৩৯,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৮১ বার পঠিতচুয়াডাঙ্গার বাঁকা নওদাপাড়া গ্রামের হবি মালিতার বাড়ির গেটের ছাদের জীবননগরে বাড়ির ছাদ ভেঙে পড়ে নঈম (৯) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে চার শিশু।
বিকেলে উপজেলার বাঁকা নওদাপাড়া গ্রামে হবি মালিতার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের মঈনুদ্দিনের ছেলে। আহতরা হলো- একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব (৯), শফিউদ্দিনের ছেলে হুজাইফা (৭), আনসার আলীর ছেলে রাজু (১৩) ও জামাল উদ্দিনের ছেলে লিমন (৭)।