সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:২৯:৫৯,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩০৪ বার পঠিতদিরাইয়ে উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামের ঈদের দিন নৌকা ডুবে নিখোঁজ প্রতিবন্ধী সোহাগ মিয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর সংলগ্ন কালনী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন সকালে নামাজে যাওয়ার পথে নৌকাডুবিতে সে নিখোঁজ হয়।
উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামের সোহেল মিয়ার প্রতিবন্ধী ছেলে সোহাগ মিয়া কোরবানির গোশত সংগ্রহের উদ্দেশ্যে আত্মীয় বাড়ি করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও যায়।