পররাষ্ট্রমন্ত্রী ও সেলিনা মোমেনের সুস্থতা কামনায় আমেরিকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৫১,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৪ বার পঠিত
করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ.কে আব্দুল মোমেন এবং তাঁর সহধর্মিণী সমাজসেবী ও নারীনেত্রী সেলিনা মোমেনের দ্রুত রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে গত ২৯ নভেম্বর রোববার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন কফিল আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ চৌধুরী, মইনুল হক চৌধুরী, হেলাল উদ্দিন, এনাম মিয়া, দুলাল হোসেন, আব্দুস সালাম প্রমুখ।
ভার্চুয়াল মাধ্যমে ড.এ কে আব্দুল মোমেন এমপি ও সেলিনা মোমেনের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি