সিলেটের গহরপুর জামেয়ার নবীনবরন ও কৃতি ছাএ সংবর্ধনা অনুষ্টিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৩:২০,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৯৮ বার পঠিতআল্লামা নুর উদ্দীন আহমদ গহরপুরী (রঃ) এর প্রতিষ্ঠীত সিলেটের জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের ছাএ কাফেলা আন-নুর এর উদ্যোগে জামেয়ার মিলনায়তনে এক বর্ণাট্য নবীন বরন ও ছাএ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
জামেয়ার প্রেন্সিপাল,বেফাকুল মাদারিছ বাংলাদেশ কওমী মাদ্রাসার শিক্ষা বোর্ডের সহ- সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ( ছাহেব জাদায়ে গহরপুরী রঃ) এর সভাপতিত্বে অনুষ্টিত সভায়, গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন জামেয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল্লাহ,শিক্ষা-সচিব মুফতি মোঃ আনোয়ার হুসাইন,মাওলানা ইউনুস খানঁ,মাওলানা সাইদুর রহমান মুক্তাগাছা।অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদিয়ারব মদিনা ইউনিভার্সিটির ছাএ মুফতি মোঃ মাহফুজ,মাওলানা ওয়ালিদ আল-হামিদী,মাওলানা মোঃ হামিদ বিন গনী।এতে আরো উপস্হিত ছিলেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মুজিবুর রহমান,মাওলানা আব্দুল কাইয়ুম,হাফিজ মাওলানা আতিকুর রহমান,প্রমুখ।আন-নুর ছাএ কাফেলার সাবেক জি এস মুফতি মোঃ রাইহানের পরিচালনায় বর্ণাট্য আয়োজনে ছিল নবীন ও প্রবীন ছাএদের বক্তব্য,ও জামেয়ায় আগত নতুন ছাএদের ফুল দিয়ে বরণ,আন-নুর ছাএ কাফেলার পুর্নগঠন। পরিশেষে ১৪৩৯/৪০ হিজরী শিক্ষাবর্ষে বেফাক ও হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহনকারী কৃতি ছাএদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।