গোলাপগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৭:০৬,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১১ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জে ২৫ পিছ ইয়াবাসহ গোলাম মোহাম্মদ হাম্মাতুল ওরফে হাসান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে জেলা মাদক বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাম মোহাম্মদ হাম্মাতুল ওই গ্রামের মৃত আলী মিয়ার পুত্র। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৩টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
মাদক বিরোধী সেলের পুলিশ সুপারের কার্যালয় সিলেটের ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক বিরোধী সেলের পুলিশের বিশেষ টিম উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তরে অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে গোলাম মোহাম্মদ হাম্মাতুলকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নতুন করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) এর ধারায় একটি মাদক মামলা দায়ের করা হয় (মামলা নং-৮/৯-০৭-১৯ইং)। সে এতদিন আত্মগোপনে ছিল বলেও জানান তিনি।